ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শ্যামনগরে মুন্ডা পল্লীতে হামলা ও নরেন মুন্ডা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 

প্রকাশনার সময়: ১২ অক্টোবর ২০২২, ২৩:১০ | আপডেট: ১২ অক্টোবর ২০২২, ২৩:১৪

সাতক্ষীরার শ্যামমনগরে মুন্ডা পল্লীতে হামলা ও নরেন মুন্ডা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।

১২ অক্টোবর শ্যামনগর-সাতক্ষীরা সংযোগ সড়ক অবরোধ করে উপজেলা সদরের মাইক্রো স্ট্যান্ড চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। বুধবার সকাল ১০ টায় মুন্ডা সম্প্রদায়ের স্বার্থ সংরক্ষণ ও আন্দোলন সংগ্রাম কমিটির উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

গোপাল চন্দ্র মুন্ডার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটির সিনিয়র সদস্য অধ্যক্ষ আব্দুল হামিদ।

এসময় আলী নুর খান বাবলুর সঞ্চলনায় বক্তব্য রাখেন সাস্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটির সদস্য প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জী, অধ্যাপক ইদ্রীস আলী, জজ কোর্টের সাবেক পিপি অ্যাডভোকেট ওসমান গনি, সিপিবি নেতা কমরেড আবুল হোসেন, বাসদ নেতা অ্যাডভোকেট খগেন্দ্রনাথ ঘোষ, রামপ্রসাদ মুন্ডা, ওয়াদুস সুলতান বাবলু, শেখ ফারুক হোসেন প্রমুখ।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ