ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

নান্দাইলে ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন করলেন এমপি তুহিন

প্রকাশনার সময়: ১২ অক্টোবর ২০২২, ১৯:৫৯

ময়মনসিংহের নান্দাইলে ৫ থেকে ১১ বছর বয়সী শিক্ষার্থীদের পেডিয়াট্রিক ফর্মুলেশন ফাইজার বায়োএনটেক কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১২ অক্টোবর) সকালে চন্ডীপাশা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

চন্ডীপাশা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারভীন আক্তারের সভাপতিত্বে নান্দাইলের স্থানীয় এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন প্রধান অতিথি হিসাবে ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন নান্দাইল পৌরমেয়র মো. রফিক উদ্দিন ভূঞা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. মাহমুদুর রশিদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোফাখখারুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুল আমিন, ইউআরসি ইন্সট্রাক্টর এইচ এম শরিফুল্লাহ, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মিল্টন ভূঞা, ওয়ার্ড কাউন্সিলর ইসহাক মিয়া, মো. শাহীনুর রহমান শাহীন, এমটি ইপিআই মো. আসাদুজ্জামান, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো. শফিকুল আলম, এসআইটি সোহাগ আকন্দ, স্বাস্থ্য সহকারী মো. আব্দুল আলী ভূঞা প্রমুখ।

টিকাদান কর্মসূচির আওতায় উপজেলায় ৫ থেকে ১১ বছর বয়সী ৭৯ হাজার ৫৩৩ জন শিক্ষার্থী কে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান করা হবে।

কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি তুহিন বলেন, স্কুলগামী আমার ছেলে ও মেয়েকে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান করেছি, কোন সমস্যা হয়নি এবং তারা সুস্থ আছে। আপনারাও আপনার ৫ থেকে ১১ বছর বয়সী সকল শিশুকে ভ্যাকসিন প্রদান করুন।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ