ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

খুলনায় ভুয়া সেনা সদস্য আটক

প্রকাশনার সময়: ১২ অক্টোবর ২০২২, ১৭:৫৯
ইনসেটে আটককৃত রাসেল (২৭)

খুলনায় এক ভুয়া সেনা সদস্যকে আটক করেছে র‍্যাব। আটককৃত ব্যক্তির নাম রাসেল (২৭)। এ সময় তার কাছ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর পোশাক, টুপি, সেনাবাহিনী লেখা নেইম প্লেট, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লেখা আইডি কার্ডসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

বুধবার দুপুরে র‍্যাব-৬ খুলনার সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে খুলনার ডুমুরিয়া বাজার থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব-৬ এর পরিচালক লে. কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমদ জানান, রাসেল নিজেকে কখনও সেনাবাহিনী আবার কখনও বিমান বাংলাদেশ বাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে এলাকায় মানুষের সাথে প্রতারণা করছে -এমন সংবাদরে ভিত্তিতে খুলনা র‍্যাবের একটি টিম সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময়ে তার কাছ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি ফুলশার্ট, একটি ফুলপ্যান্ট, একটি সেনা ক্যামো টুপি, একটি বাংলাদেশ সেনাবাহিনী লেখা নেইম প্লেট, একটি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লেখা সম্বলিত আইডি কার্ড, দু’টি মোবাইল ফোন ও পোশাক পরিহিত পাসপোর্ট সাইজের ৪ কপি ছবি উদ্ধার করা হয়।

পরে তাকে ডুমুরিয়া থানায় হস্তান্তর করা হয়।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ