মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে পটুয়াখালীতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে পটুয়াখালী ক্লাব মিলনায়তনে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান।
বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. সাজেদুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ডু।
কর্মশালায় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তর প্রধান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় মাদকের ক্ষতিকর দিক তুলে ধরাসহ মাদকদ্রব্য ব্যবহারে নিরুৎসাহিত করতে বিভিন্ন সুপারিশ প্রণয়ন করা হয়।
নয়াশতাব্দী/এফআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ