গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার শেষ সীমানা রংপুর জেলার পীরগঞ্জের ১৫ নং কাবিলপুর ইউনিয়নের চকশোলাগাড়ী গ্রামে অবৈধভাবে আবাদী জমির উপর গড়ে উঠা বকুল মিয়ার ইটভাটায় (বিইবি) কাজ করার সময় বজ্রপাতে ৫ শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে তিনটার দিকে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট তিলক পাড়া গ্রামের বাদশা মিয়ার পুত্র নাজমুল ইসলাম (২০), ইদিলপুর ইউনিয়নের চকনদী গ্রামের শিরুল মিয়ার ছেলে সিয়াম(২০), একই গ্রামের আল আমিনের ছেলে শাহাদত হোসেন (২৫) ও আয়তালের পুত্র রাশেদুল (২৪), কাবিলপুর ইউনিয়নের সোনাতলা গ্রামের মৃত আব্দুল জোব্বার মিয়ার ছেলে জলিল মিয়া (৬৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, মেঘলা আকাশ আর ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে ভাটায় কাজ করছিলেন শ্রমিকরা। এসময় হটাৎ করে তীব্র শব্দে বজ্রপাত হলে ঘটনা স্থলেই চার জনের মৃত্যু হয়। গুরুতর আহত অপরজনকে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুরে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত পাঁচ জনের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায়।
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ