ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

টাঙ্গাইলে স্কুলছাত্রী অপহরণের অভিযোগে গ্রেফতার ২

প্রকাশনার সময়: ১১ অক্টোবর ২০২২, ১৭:২০

টাঙ্গাইলের ভূঞাপুরে অষ্টম শ্রেণির স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১০ অক্টোবর) রাতে উপজেলার অলোয়া ইউনিয়নের নলুয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পলিশা গ্রামের হাসমত আলীর ছেলে মিরাজ (১৪) এবং তার বড় ভাই সুমন (১৪)। গ্রেফতারকৃতরা অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও সংশ্লিষ্ট জানা যায়, স্কুল ছাত্রীকে বিভিন্ন সময় উত্যক্ত করতো তারই সহপাঠি মিরাজ। এক পর্যায়ে প্রেমের ফাঁদে ফেলে বড় ভাই সুমন, ভাবি লাবন্য ও চাচা মনিরুজ্জামানের সহায়তায় তাকে রাস্তা থেকে গত শুক্রবার অপহরণ করে। পরদিন ওই ঘটনায় স্কুল ছাত্রীর মা বাদী হয়ে চারজনের বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করে। পরে পুলিশ সোমবার রাতে কালিহাতী উপজেলার সিংগুরিয়া থেকে দুইজনকে গ্রেফতার। একই সাথে অপহৃত ওই স্কুল শিক্ষার্থীকেও উদ্ধার করা হয়।

ভূঞাপুর থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদ আহমেদ বলেন, থানায় মামলা দায়েরের পর পুলিশ বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে। অপহরণকারীরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অবস্থান করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় মেয়েটিকে উদ্ধারসহ দুই ভাইকে গ্রেফতার করা হয়েছে। বাকি ২ আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ব্যাপারে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে দুইজনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার ওই স্কুলছাত্রীকে শারীরিক পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও ২২ ধারা জবানবন্দির জন্য টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ