ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রূপগঞ্জে তিতাসের অভিযানে ১৫' শ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশনার সময়: ১০ অক্টোবর ২০২২, ১৯:৩৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবৈধ আবাসিক গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ সময় ২টি পয়েন্টে অভিযান চালিয়ে ১৫'শ অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেন তারা।

সোমবার (১০ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার তারাবো পৌরসভার মোগরাকুল ও বরপা এলাকায় এই অভিযান চালানো হয়। এসময় জব্দ করা হয় অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার ও রেগুলেটর।

তিতাসের সোনারগাঁ আঞ্চলিক বিপনন বিভাগের প্রকৌশলী রিয়াজুল ইসলাম জানান, কয়েক বছরে রূপগঞ্জে গ্যাস লুটপাটের মহোৎসব চালিয়েছে একটি প্রভাবশালী মহল। অবৈধভাবে নেয়া হয়েছে অর্ধলক্ষ অবৈধ সংযোগ। সেসব সংযোগ চিহ্নিত করে তা বিচ্ছিন্নে টানা অভিযান পরিচালনা করছেন তারা। তারই ধারাবাহিকতায় সোমবার মোগরাকুল ও বরপা এলাকায় উচ্চ চাপসম্পন্ন গ্যাস পাইপ থেকে নেয়া অবৈধ আবাসিক সংযোগ আইনশৃংখলা বাহিনীর সহায়তায় বিচ্ছিন্ন করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেন তিনি।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ