ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

করোনা ও উপসর্গে আরও ২৫ জনের মৃত্যু

প্রকাশনার সময়: ১০ আগস্ট ২০২১, ১৬:১৩

গেল ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যু হওয়া ১৫ জনের মধ্যে ১৪ জনেই ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। তাদের মধ্যে ৪ জন পুরুষ ও ১১ জন নারী। এর মধ্যে করোনায় ৭ জন এবং উপসর্গে ৮ জন মারা গেছেন। মৃত ব্যক্তিদের মধ্যে ময়মনসিংহ জেলার বাসিন্দা ১২ জন। বাকি ৩ জন অন্য জেলার বাসিন্দা।

মঙ্গলবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৫টি নমুনা পরীক্ষায় আরও ১৮৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

ময়মনসিংহ জেলায় আরও ১০ জনের মৃত্যু:
ময়মনসিংহ জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন বলেন, মৃতদের মধ্যে ময়মনসিংহ সদরে তিনজন, গফরগাঁও ও ত্রিশালে দুইজন করে এবং মুক্তাগাছা, ফুলবাড়িয়া, ভালুকায় একজন করে মারা গেছেন।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ