ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

চুয়াডাঙ্গায় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রকাশনার সময়: ০৯ অক্টোবর ২০২২, ১৫:২৯ | আপডেট: ০৯ অক্টোবর ২০২২, ১৫:৪৪

চুয়াডাঙ্গার দামুড়হুদার বলদিয়া সীমান্তে বিএসএফের গুলিতে মুনতাজ হোসেন (৩২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শনিবার (৯ অক্টোবর) রাত ১টার দিকে দামুড়হুদা উপজেলার ছোট বলদিয়া সীমান্তের ৮২ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত মুনতাজ হোসেন একই উপজেলার বলদিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।

জানা গেছে, রোববার সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। পরে মরদেহ ভারতের কৃষ্ণগঞ্জ থানায় হস্তান্তর করে বিএসএফ।

নিহতের ভাই ইন্তাজুল জানান, শনিবার রাত ১টার দিকে বলদিয়া সীমান্তের ৮২ নম্বর মেইন পিলারের কাছে মহিষ আনতে যান মুনতাজ। এ সময় ওপার থেকে গুলিবর্ষণ করে ভারতের বিএসএফ বিজয়পুর ক্যাম্পের সদস্যরা। এতে গুলিবিদ্ধ হয়ে মুনতাজ মারা যান।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি পরিচালক লে. কর্নেল শাহ মোহাম্মদ ইশতিয়াক বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি জানার পর বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ