গাজীপুর জেলার কালিয়াকৈরের গোবিন্দপুরে ফালো পালোয়ান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বাবুল সিকদারের বিরুদ্ধে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। তবে শিক্ষক বাবুল সিকদার জানান, এসব অভিযোগ বানোয়াট। আমি চক্রান্তের শিকার।
জানা গেছে, মঙ্গলবার সকালে ওই বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক বাবুল সিকদারের বিরুদ্ধে ওই শিক্ষার্থীর বাবা দেলোয়ার হোসেন শ্লীলতাহানির অভিযোগ করেন। এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য স্থানীয় সরদাররা কয়েকদিন যাবৎ শিক্ষার্থীর বাবাকে গ্রাম্য সালিসের আশ্বাস দিয়ে আসছে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়।
শিক্ষার্থীর বাবা দেলোয়ার হোসেন বলেন, বাবুল মাস্টার আমার মেয়েকে শ্লীলতাহানি করেছে। সামাজিক মীমাংসার আশায় অভিযোগ দিইনি। আজ আমাকে প্রধান শিক্ষক ডেকেছিল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল করিম বলেন, আমি শিক্ষার্থীর কাছ থেকে অভিযোগ শুনেছি। উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু বলেন, অভিযোগ পেয়েছি। আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
নয়া শতাব্দী/আরআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ