ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
নুসরাত হত্যা মামলা  

পিবিআই প্রধানের শাস্তি চান স্বজনেরা

প্রকাশনার সময়: ০৮ অক্টোবর ২০২২, ১৮:৩৯ | আপডেট: ০৮ অক্টোবর ২০২২, ১৯:০১

ফেনীর সোনাগাজীর আলোচিত মাদরাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত ১৬ আসামির স্বজনেরা পুনঃতদন্তের দাবি জানিয়েছেন।

শনিবার (০৮ অক্টোবর) এ দাবিতে আসামির স্বজনেরা সোনাগাজী পৌর শহরের জিরো পয়েন্টে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

এ সময় তারা মামলার তদন্তকারী সংস্থা পিবিআই প্রধানের শাস্তিরও দাবি করেন।

শনিবার সকাল ১০টা থেকে বিভিন্ন ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে ১২টা পর্যন্ত অবস্থান করেন। এ সময় পৌর শহরে যান চলাচল বন্ধ হয়ে যায়। মানববন্ধনের পর একটি বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় দণ্ডপ্রাপ্ত আসামিদের ‘ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে’ দাবি করে মামলা পুনঃতদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করা এবং নির্দোষদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয়া হয়।

এ ছাড়া এই মামলার তদন্তের দায়িত্বে থাকা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারের শাস্তি দাবি করেন তারা।

মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি রুহুল আমিনের মুক্তির দাবিতে স্থানীয় যুবলীগ নেতা গোলাম কিবরিয়া বলেন, রুহুল আমিন ভাই নির্দোষ। তিনি ষড়যন্ত্রের শিকার। মামলাটির পুনঃতদন্তের দাবিও জানান তিনি।

এ সময় সাবেক পৌর কাউন্সিলর নুরনবী লিটন বলেন, শুরু থেকে সকলের দাবি, সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে সুষ্ঠুভাবে তদন্তের দাবি করে আসছি।

শাহজাহান সাজু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনি তো স্বজনহারা। আপনি বোঝেন এর কষ্ট কেমন। মামলাটির পুনঃতদন্তের ব্যবস্থা করুন।

আসামি আবছার উদ্দিনের স্ত্রী সুরাইয়া হোসেন আফরা বলেন, আমার স্বামী একজন আদর্শ স্বামী ও আদর্শ শিক্ষক। সে নুসরাতকে ইংরেজি পড়াত। তাকে কেন ফাঁসানো হলো?

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ