ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শ্রীপুরে পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যু

প্রকাশনার সময়: ০৮ অক্টোবর ২০২২, ১২:৫০

গাজীপুরের শ্রীপুরে মনির মিয়া (৩৭) নামে এক পোশাক শ্রমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। মনির মিয়া ব্রাক্ষণবাড়ীয়ার সদর উপজেলায় দাতিয়ারা গ্রামের মৃত আবু তাহেরের ছেলে।

আবু তাহের শ্রীপুরের ঢাকা গার্মেন্টস নামে একটি তৈরি পোশাক কারখানায় সুইং অপারেটর হিসেবে কর্মরত ছিলো।

হাসপাতাল, থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, মনির বাথরুমে পড়ে শরীরের বিভিন্ন অংশ কেটে যায়। আঘাত পাওয়ার পরে কোনো হাসপাতালে না নিয়ে বাসায় চিকিৎসা দেওয়া হয়েছে। আঘাতের পরও হাসপাতালে না নেওয়ায় সন্দেহ তৈরি হয়েছে। অপরদিকে হাসপাতাল ও পুলিশ বলছে, তার শরীরে যে আঘাত রয়েছে তা মৃত্যুর কারণ হতে পারে না।

মৃত মনিরের বড় ভাই মোজাম্মেল হক জানান, মনির শ্রীপুরের ঢাকা গার্মেন্টস নামে একটি তৈরি পোশাক কারখানায় সুইং অপারেটর হিসেবে কর্মরত ছিলো। গত বৃহস্পতিবার বাথরুমে পড়ে গিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায়। বাসাতেই তার চিকিৎসা দেওয়া হয়। শুক্রবার (৭ অক্টোবর) সকালে তার রুমমেটরা তাকে ঘুমন্ত অবস্থায় রেখে ডিউটিতে যায়। ডিউটি থেকে এসেও তাকে ঘুমিয়ে থাকতে দেখে ডাক দিলে কোনো সাড়াশব্দ না পাওয়া শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসকরা জানান সে আরও আগেই মারা গেছে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক জানান, মনির নামে একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। মৃত মনিরের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন থাকায় পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। শ্রীপুর থানা পুলিশ এসে মরদেহ নিয়ে গেছে।

শ্রীপুর থানার উপপরিদর্শক কবির হোসেন জানান, মনির হোসেনের শরীরে আঘাতের চিহ্ন থাকায় ময়না তদন্তের জন্য লাশ শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্ত করা হচ্ছে।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ