নবীনগর থানার বাইশমৌজা সাপ্তাহিক গরু হাটে গরু বিক্রি শেষে টাকা নিয়ে নদী পথে বাড়ি ফেরার পথে কৃষক ও গরু ব্যবসায়ীরা ডাকাতদলের কবলে পড়ে নগদ টাকাসহ কোটি টাকার লোকসানে পড়েছেন বলে সংবাদ সম্মেলন করে অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগীরা।
শুক্রবার (৭ অক্টোবর) রায়পুরা উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নের দড়িকান্দি এলাকার ডাকাতির কবলে পড়া ভুক্তভোগীদের আয়োজনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এসব তথ্য জানান তারা।
এসময় জানান, নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নের ৭ জন গরু ব্যবসায়ী প্রত্যেকেই পাইকারিতে গরু ব্যবসা করে জীবিকা নির্বাহ করে থাকেন এবং সবায় নীলক্ষা ইউনিয়নের বাসিন্দা।
গত মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে রায়পুরা উপজেলার ৪ অক্টোবর মঙ্গলবার সকালে রায়পুরা উপজেলার সওদাগর কান্দি লঞ্চ ঘাটের পাশ থেকে শুরু করে মির্জারচর এলাকা পর্যন্ত ডাকাতির এ ঘটনাটি ঘটে। এসময় ডাকাতরা ছুরি, চাপাতি, পিস্তল সহ দেশীয় তৈরি একাধিক অস্ত্র নিয়ে স্পিডবোট যোগে নৌকার মাঝিকে আঘাত করে নৌকায় ওঠে সকল ব্যবসায়ী ও যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও অন্যান্য জিনিসপত্র ডাকাতি করে নিয়ে যায়।
সংবাদ সম্মেলনে তারা আরো জানান, নবীনগর উপজেলার বাইশমৌজা এলাকায় সপ্তাহিক একটি গরুর হাট বসে। সেখানে বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা এই হাটে গরু কেনাবেচা করতে আসে। সওদাগর কান্দি এলাকায় হাই স্পিডবোট নিয়ে ৮-৯ জন মুখোশধারী ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে মুহুর্তেই নদী পথের ৭-৮টি নৌকায় অতর্কিত হামলা চালায়।
এসময় ব্যবসায়ীসহ যাত্রীদের কাছ থেকে ডাকাতরা প্রায় কোটি টাকা ডাকাতি করে নিয়ে যায়। এ ঘটনায় অনেক ব্যবসায়ী ও যাত্রীরা গুরুতর আহত হয়েছে।
নৌকার মাঝি আবেদ আলী জানায়, প্রতি সপ্তাহেই নৌকাতে ৮০-৯০ জন যাত্রী নিয়ে হাট থেকে বাড়ি ফিরি। ঘটনার দিন হঠাৎ পেছন থেকে একটি স্পিডবোটের মাধ্যমে কয়েকজন মুখোশপড়া লোক এসে আমাকে নৌকার ইঞ্জিন বন্ধ করতে বলে। তাদের কথা না শোনায় তারা পিঠে আঘাত করে। পরে তারা নৌকায় ওঠে নিজেরাই নৌকার ইঞ্জিন বন্ধ করে ফেলে। এরপর তারা বিভিন্ন অস্ত্র দেখিয়ে যাত্রীদের সব কিছু দিয়ে দিতে বলে- একপর্যায় ডাকাতরা যাত্রীদের উপর হামলা শুরু করে এবং ডাকাত দলের লোকেরা নৌকায় ব্যবসায়ী ও যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল সহ আরোও জিনিস নিয়ে যায়।
সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, এ ঘটনার সুষ্ঠু তদন্ত স্বাপেক্ষে বিচার দাবি করেন এবং নৌপথে সাপ্তাহিক হাটের দিন পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার আবেদন জানান। তারা আরো বলেন, বিগত কয়েক বছর আগেও এমন ডাকাতির ঘটনা ঘটেছিল ।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ