প্রাকৃতিক ভাবে বজ্রপাত ঠেকাতে ১০ হাজার তালের বীজ রোপণ কর্মসূচি শুরু করেছে ঢাকাস্থ পাথরঘাটা উপজেলা উন্নয়ন ফোরাম।
শুক্রবার (৭ অক্টোবর) বেলা ১১ টার দিকে বরগুনার পাথরঘাটা পৌর শহরের সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র নিলিমা পয়েন্টে দ্বিতীয় দফায় এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। এর আগে গত বছর ৭ হাজার তালের বিজ পাথরঘাটা উপজেলার বিভিন্ন স্থানে বপন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির।
এসময় উপস্থিত ছিলেন, উন্নয়ন ফোরামের সভাপতি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী লায়ন আব্দুল করিম, সাধারণ সম্পাদক লায়ন এম নাসির উদ্দিন খান, মির্জা শহিদুল ইসলাম খালেদ, মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ।
পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির জানান, তাল গাছে কার্বনের স্তর বেশি থাকায় তা বজ্রপাত নিরোধে সহায়তা করে। কারণ তালগাছের বাকলে পুরু কার্বনের স্তর থাকে। তালগাছের উচ্চতা ও গঠনগত দিক থেকেও বজ্রপাত নিরোধে সহায়ক। তাই প্রকৃতি দিয়েই প্রকৃতিকে রক্ষা করতে ঢাকাস্থ পাথরঘাটা উপজেলা উন্নয়ন ফোরাম এ কর্মসূচি পালন করছে।
উন্নয়ন ফোরামের সভাপতি এডভোকেট লায়ন আব্দুল করিম জানান, এই ফোরামের উদ্যোগে ঢাকায় বসবাসরত পাথরঘাটার মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও অসহায়দের নিয়মিত দেখভাল করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন সমাজ সেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ