শেরপুরের নকলায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল মুক্তিযোদ্ধা সনদপত্র প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) ১৬৯ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সনদপত্র প্রদান করা হয়।
এ উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ও এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ-এর সভাপতিত্বে এক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ মো. বোরহান উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরুসহ বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল করিমসহ অনেকে বক্তব্য রাখেন।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুরের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আম্বিয়া খাতুন, পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান লিটন, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সাংবাদিক, বিভিন্ন এলাকার দেড় শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ৩৬২ জন মুক্তিযোদ্ধা রয়েছেন। এর মধ্যে ১৬৯ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে স্মার্ট আইডি কার্ড ও ডিজিটাল সনদপত্র প্রদান করা হলো।
জানা গেছে, বিতরণ কৃত স্মার্ট আইডি কার্ডের মাধ্যমে একজন বীর মুক্তিযোদ্ধা সড়ক পথে ফ্রি বাস ভ্রমণ ও বছরে একবার আকাশ পথে ফ্রিতে বিমান ভ্রমণ করার সুযোগ পাবেন। এ ছাড়া চিকিৎসাসহ বিভিন্ন ক্ষেত্রে পাবেন বিশেষ সুযোগ-সুবিধা।
নয়াশতাব্দী/এফআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ