ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

বিনামূল্যে চিকিৎসাসেবা পেল সহস্রাধিক মানুষ

প্রকাশনার সময়: ০৫ অক্টোবর ২০২২, ২০:৩৪ | আপডেট: ০৫ অক্টোবর ২০২২, ২১:১২

নরসিংদীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১ হাজার রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

জেলার মনোহরদীর আহাম্মদপুর বড় ঠাকুরবাড়ী শ্রী শ্রী দুর্গা মন্দিরে দুই দিন ব্যাপী এ চিকিৎসাসেবা প্রদান করা হয়। দুই দিনে প্রায় ১ হাজার ১০০ রোগীকে চিকিৎসাসেবা ও ওষুধ দেয়া হয়।

জানা যায়, নাক, কান, গলা রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মানস রঞ্জন চক্রবর্তীর (তর্রুণ) সার্বিক তত্ত্বাবধানে দুই দিন ব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম চলে। এতে চিকিৎসাসেবা দেন, জাতীয় নাক-কান-গলা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. কে এম মামুন মোর্শেদ, জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক প্রজিত কুমার দেবনাথ, চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. মানস গোস্বামী, মা ও শিশু রোগ বিশেষজ্ঞ ডা. ডলী গোস্বামী, মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাসুম বিল্লাহ, ডা. তানভীর হায়দার রবিন ও দন্ত চিকিৎসক ডা. নারায়ন চক্রর্বী।

চিকিৎসাসেবা কার্যক্রম ও পূজামণ্ডপ পরিদর্শন কালে নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান বলেন, এখানের চিকিৎসাসেবা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। এটা সত্যি এক চমৎকার আয়োজন। হিন্দু-মুসলিমরা চিকিৎসা সেবা নিয়েছেন এটা এক সম্প্রীতির মেলবন্ধন। মানবসেবার বিকল্প আর কিছু হতে পারে না।’

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ