ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মাগুরায় শেষ হয়েছে দুর্গোৎসব

প্রকাশনার সময়: ০৫ অক্টোবর ২০২২, ১৯:৩৯

মাগুরায় প্রতিমা বির্সজন ও সিঁদুর উৎসবের মধ্যে দিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার (৫ অক্টোবর) সকাল ৮ টা ৫০ মিনিটে দর্পণ-বিসর্জনের মাধ্যমে বিদায় জানানো হয় দেবী দুর্গাকে। পরে বিকেল ৪টা থেকে শুরু হয় প্রতিমা বিসর্জন।

বিজয় দশমী উপলক্ষে হিন্দু নারীরা ধান, ধুবা, সিঁদুর, মিষ্টিমুখ করিয়ে দেবীকে বিদায় জানান। এ সময় ভক্তরা মায়ের কাছে মঙ্গল প্রার্থনা করে; অশুভ শক্তির বিনাস ও শুভ শক্তির বিকাশের প্রত্যাশা করেন।

সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, বিসর্জনের মধ্য দিয়ে দেবী ফিরে গেলেন স্বর্গলোকের কৈলাসে স্বামীর ঘরে। পরের বছর শরতে আবার তিনি আসবেন এই ধরণীতে; যা তার বাবার গৃহ। প্রতিমা বিসর্জনের জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

উল্লেখ্য, এ বার জেলার চারটি উপজেলায় ৬৯৬টি মণ্ডপে অনুষ্ঠিত হয়েছে হিন্দু ধর্মালম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসবÑ শরদীয় দুর্গোৎসব।

নয়া শতাব্দী/আরআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ