ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

পূজায় দায়িত্ব পালনকালে পুরোহিত ও আনসার সদস্যের মৃত্যু

প্রকাশনার সময়: ০৫ অক্টোবর ২০২২, ১৮:১০

নাটোর শহরের তেবাড়িয়ায় পূজা করার সময় অসুস্থ হয়ে তেবাড়িয়া পালপাড়া মণ্ডপের পুরোহিত বিশ্বনাথ চক্রবর্তী এবং নলডাঙ্গার আচরাখালী আনন্দময়ী কালিমন্দিরে কর্তব্যরত আনসার সদস্য আলাউদ্দিন আলী (৫২) মারা গেছেন।

বুধবার (৫ অক্টোবর) সকাল ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আনসার সদস্য আলাউদ্দিন আলী মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন নলডাঙ্গা ইউএনও রোজিনা আক্তার।

একইদিনে বেলা ১১টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পুরোহিত বিশ্বনাথ চক্রবর্তীকে নাটোর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক (আরএমও) ডা. মমিন তাকে মৃত ঘোষণা করেন।

পুরোহিত বিশ্বনাথ চক্রবর্তী নওগাঁ জেলার পাথরঘাটা এলাকার বাসিন্দা। তবে তিনি তার পুলিশ সদস্য ছেলে পার্থ চত্রবর্তীর সাথে নাটোর শহরের হরিশপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। এছাড়া মৃত আনসার সদস্য আলাউদ্দিন মাধনগর ইউনিয়নের ভট্টপাড়া গ্রামের মৃত উসমুদ্দিনের ছেলে বলে জানা গেছে।

নলডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোজিনা আক্তার জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আচরাখালী আনন্দময়ী কালিমন্দিরে কর্তব্যরত আনসার সদস্য আলাউদ্দিন আলী হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন। রাতেই তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৫ অক্টোবর) সকাল ১২টার দিকে তিনি মারা যান।

একই দিন বেলা ১১টার দিকে নাটোর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মহাসড়ক সংলগ্ন তেবাড়িয়া হাটের পাশে পালপাড়া সার্বজনীন দুর্গা মণ্ডপের পুরোহিত বিশ্বনাথ চক্রবর্তী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। মন্দির কমিটির লোকজন তাকে নাটোর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে পালপাড়া মণ্ডপের সাধারণ সম্পাদক অমল সেন জানান, পূজার কাজ শেষে প্রয়োজনীয় সরঞ্জামাদি গুছিয়ে রওনা হওয়ার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাটোর জেলা আনছার অ্যাডজুডেন্ট শফিকুল আলম জানান, আনসার সদস্য আলাউদ্দিন আলীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ