ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাফজয়ী মাসুরা পারভীনকে সাতক্ষীরায় সংবর্ধনা

প্রকাশনার সময়: ০২ অক্টোবর ২০২২, ১৫:৪৬

‘২০১৩-১৪ সালে সাতক্ষীরায় মেয়েদের ফুটবল খেলা সহজ ছিলো না। অনেক প্রতিকূলতা পার করে প্রতিষ্ঠিত হয়েছি। আমাদের এখানে মেয়েদের খেলার উপযোগী একটি মাঠ দরকার। যাতে মেয়েরা আরো বেশি ফুটবলের প্রতি আগ্রহী হয়ে উঠে। তবে আমরা যতো কষ্ট করে উঠে এসেছি। নতুনদের এতো কষ্ট করতে হবে না। ফুটবল খেলাকে পেশা হিসেবে নেয়া যেতে পারে। দোয়া করবেন, যতোদিন দলে থাকি ততোদিন নিজের সর্বোচ্চটা দিয়ে যেনো খেলতে পারি।’

রোববার (২ অক্টোরব) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে সাফজয়ী নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ দলের অন্যতম ডিফেন্ডার মাসুরা পারভীন এসব কথা বলেন। এ সময় তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাসুরা পারভীনকে ১ লাখ টাকা অনুদান দেয়া হয়। এ সময় স্থানীয় সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সাতক্ষীরা জেলা জেলা প্রশাসক হুমায়ুন কবির জানান, সাফজয়ী দলের অন্যতম ডিফেন্ডার মাসুরাকে সংবর্ধনা দিতে পারে জেলা প্রশাসন আনন্দিত। মাসুরা পারভীন ও তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। এ ছাড়া সাবিনা ও মাসুরাকে পরবর্তীতে বড় করো সংবর্ধনা দেয়া হবে বলে জানান জেলা প্রশাসক।

সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. সজীব খান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. আশরাফুজ্জামান আশু, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত মাহমুদ হাসান মুক্তি, সাবেক ফিফা রেফারি তৌয়েব হাসান শামসুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, ফুটবলার মাসুরার গর্বিত বাবা রজব আলী প্রমুখ।

নয়াশতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ