ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘বিএনপি নেতাদের জিহ্বা বড় হয়ে গেছে’

প্রকাশনার সময়: ০১ অক্টোবর ২০২২, ২০:৩৯ | আপডেট: ০১ অক্টোবর ২০২২, ২০:৪৩

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেছেন, ‘মিথ্যাচার করতে করতে বিএনপি নেতাদের জিহ্বা অনেক বড় হয়ে গেছে। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে তারা নানা উস্কানিমূলক ও মিথ্যা বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চায়। এসব মিথ্যাবাদীর বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।’

শনিবার (১ অক্টোবর) পাবনার ঈশ্বরদীতে মৌবাড়িয়া মন্দির পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘বাংলাদেশের সংবিধান সমুন্নত রেখে নির্বাচন কমিশনের মাধ্যমে এদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সামনের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য বিএনপি-জামায়াত নানা ষড়যন্ত্র শুরু করেছে। এদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত। সম্প্রীতির বাংলাদেশকে সাম্প্রদায়িক বাংলাদেশে পরিণত করতে ও পাকিস্তানী ভাবধারাকে এদেশে প্রতিষ্ঠিত করতে বিএনপি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের এ ষড়যন্ত্র কখনো সফল হবে না। জননেত্রী শেখ হাসিনা বিশ্বের কাছে প্রমাণ করতে সক্ষম হয়েছেন, বাংলাদেশ অসম্প্রদায়িক চেতনার দেশ। এদেশের সকল মানুষ ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে বসবাস করে আসছে।’

এ সময় পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ নুরুজ্জামান বিশ্বাস, জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আসম আব্দুর রহিম পাকন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ নায়েব আলী বিশ্বাস, পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, বেড়া পৌরসভার মেয়র আসিফ শামস রঞ্জন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম সালাম খান, আতিয়া ফেরদৌস কাকলী, অধ্যাপক উদয় নাথ লাহিড়ী মৌবাড়িয়া মন্দির কমিটির সভাপতি দিলিপ কুমার সরাফ প্রমুখ উপস্থিত ছিলেন।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ