ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মেঘনায় নিখোঁজের ১০ঘন্টা পর উদ্ধার জেলের মরদেহ

প্রকাশনার সময়: ০১ অক্টোবর ২০২২, ২০:৩১

ভোলার মেঘনায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে কামাল জমাদ্দার (৪০) নামে এক জেলে নিহত হয়েছেন।

শনিবার (১ অক্টোবর) ভোরে ইলিশা সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, লঞ্চের ধাক্কায় নৌকা ডোবার পর ১০ ঘণ্টা পর্যন্ত নিখোঁজ ছিলেন কামাল জমাদ্দার। পরে আরেক জেলের কারেন্ট জালে তার মরদেহ পাওয়া যায়। মৃত কামাল পূর্ব ইলিশা ইউনিয়নের কন্দকপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, শনিবার ভোরে জেলার সদর উপজেলা রাজাপুর ইউনিয়নের বাকের মৃধা মাছ ঘাট সংলগ্ন মেঘনা নদীতে জাল ফেলে কামাল ও ইউছুফ ঘুমিয়ে পড়েছিলেন। এসময় একটি যাত্রীবাহী লঞ্চ তাদের নৌকাকে ধাক্কা দিলে নৌকাসহ তারা দু’জন নদীতে ডুবে যায়। ঘটনার পর অন্যান্য জেলেরা ইউছুফকে আহত অবস্থায় উদ্ধার করলেও নিখোঁজ ছিলেন কামাল জমাদার।

ইলিশা নৌ-থানার উপ পরিদর্শক (এসআই) আবদুল করিম জানান, ইলিশা নৌ পুলিশ ও কোষ্টগার্ড উদ্ধার অভিযান চালিয়ে তার মরদেহ পেয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। তারা মরদেহ নিয়ে যেতে চাচ্ছে। আমাদের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ