নেত্রকোনার দুর্গাপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতা, বঙ্গবন্ধু পরিষদের উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুল্লাগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুব্রত সাংমার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ অক্টোবর) দুপুরে দুর্গাপুর পৌর শহরের উৎরাইল বাজারে ঘন্টাব্যাপি এসব কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) এবং এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বাগাছাস’র কেন্দ্রীয় কমিটির সভাপতি মি. লিংকন, ঢাকা মহানগর বাগাছাস’র সভাপতি প্যাট্রিক চিসিম, ময়মনসিংহ মহানগর বাগাছাস’র সাবেক সভাপতি বান্টি সাংমা, স্থানীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী নেতা সাইমন তজু, বিশাকা রাংসা, সানি রাংসা ও নারী নেত্রী পিয়াসা রাংসা প্রমুখ।
এসময় বক্তারা বলেন, গত ২৯ সেপ্টেম্বর রাতে দুর্গাপুরের কুল্লাগড়া ইউনিয়নের রাশীমনি বাজারে সাবেক ইউপি চেয়ারম্যান ও আদিবাসী নেতা সুব্রত সাংমার ওপর সন্ত্রাসী হামলা করা হয়। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় থানায় মামলাও হয়েছে। এখন দ্রুত তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ