শাশুড়ির মানসিক ও শারীরিক নির্য়াতনের শিকার হয়ে রানী বেগম (২২) নামের এক গৃহবধূ বিষপানে মারা গেছেন।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকালে ময়নাতদন্তের পর তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত রানী বাউফলের সূর্যমনি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আবদুল মজিদ খানের মেয়ে।
জানা গেছে, তিন বছর আগে কেশবপুর ইউনিয়নের মল্লিকডুবা গ্রামের খালেক ভুইয়ার ছেলে দেলোয়ার হোসেনের (২৮) সাথে রানী বেগমের বিয়ে হয়। বিয়ের দীর্ঘদিন পরেও সন্তান জন্ম দিতে না পারায় শাশুড়ি চানভানু রানী বেগমকে মানসিক নির্যাতন করতেন। তাকে প্রায়ই মারধর করা হতো। ঘটনার দিন বুধবার শাশুড়ি চানভানু বেগম পুত্রবধূ রানীকে গালমন্দ করেন। বন্ধা বলে অপবাদ দেন। একপর্যায়ে রানীকে তালাক দিয়ে তার ছেলেকে আরেকটি বিয়ে করিয়ে নাতির মুখ দেখবেন বলে হুমকি দিলে, ক্ষোভে দুঃখে ওই দিন বিষপান করেন রানী।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ৮টায় মারা যান রানী।
রানীর বাবা মজিদ খান জানান, তার মেয়েকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করবেন।
তবে, এই রিপোর্ট লেখা পর্যন্ত (বিকাল সোয়া ৪টা) এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি।
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ