কাঙ্ক্ষিত বৃষ্টিপাতের অভাবে আমন চাষ করতে পারেনি উপকূলের কৃষকরা। ফলে যে মাঠে থাকার কথা সবুজের সমারোহ, সেই মাঠ ধূ-ধূ করছে। তাই কার্তিকের নবান্নের দেশে এবার হয়তো ফসলভরা মাঠ সাজিয়ে আসবে না হেমন্ত। দক্ষিণাঞ্চলীয় জেলা সাতক্ষীরাসহ গোটা দেশের কৃষকদের মধ্যে যখন এমনই শঙ্কা, ঠিক তখনই ‘ব্রি ধান ৭৫’ জাতের আমন ধান আশার আলো জ্বেলেছে বলে দাবি করেছে কৃষি বিভাগ।
সাতক্ষীরার তালা উপজেলায় আমন মৌসুমে ‘ব্রি ধান ৭৫’ জাতের আগাম চাষ করে কৃষক রফিকুল ইসলাম সাফল্য পাওয়ায় এমনটি দাবি করেন কৃষি কর্মকর্তা সেতু ইসলাম।
তিনি বলেন, আমনের আগাম জাত ‘ব্রি ধান ৭৫’ চাষ করে হেক্টর প্রতি প্রায় সাড়ে ছয় টন করে ফলন হয়েছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) তালার উপ-সহকারী কৃষি কর্মকর্তা সেতু ইসলাম কৃষক মো. রফিকুল ইসলামের জমিতে ‘ব্রি ধান ৭৫’ জাতের ধান কর্তন পরিদর্শন করেন। তিনি বলেন, ‘ব্রি ধান ৭৫’ চাষে নতুন জাত হিসেবেও কৃষকরা ভালো সাফল্য পাচ্ছেন।
রফিকুল ইসলাম বলেন, আমি যে কোনো নতুন কৃষি প্রযুক্তি সবার আগে ব্যবহার করার চেষ্টা করি। এবারও ‘ব্রি ধান ৭৫’ জাত আগাম রোপণ করি। এতে ভালো ফলন পেয়েছি। হেক্টর প্রতি প্রায় সাড়ে ছয় টন ফলন হয়েছে।
কৃষক মো. রফিকুল ইসলাম আরো জানান, এ বছর আমি প্রায় ৬ বিঘা জমিতে ব্রি ধান ৭৫ জাতের ধান রোপণ করেছি। ফলনও অনেক ভালো হয়েছে। পোকামাকড়ের বালাই নেই আর সুগন্ধি জাতের এ ধান চাষের পরও সরিষা চাষের সুযোগ থাকে ।
তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন বলেন, এ বছর তালা উপজেলায় ৭৪০ হেক্টর জমিতে ‘ব্রি ধান ৭৫’ জাতের আবাদ হয়েছে। এধানের আয়ুষ্কাল কম হওয়ায়, ধান কেটে কৃষকেরা দ্রুত তেল জাতীয় ফসলের আবাদ করতে পারেন। নতুন এই জাতের ফলনও ভালো হওয়ায় কৃষকরা উৎসাহিত হচ্ছেন।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ