ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কাঁঠালিয়ায় অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি

প্রকাশনার সময়: ৩০ সেপ্টেম্বর ২০২২, ১৩:১৭

ঝালকাঠির কাঁঠালিয়ার আমুয়া বন্দরের বাজারে অগ্নিকাণ্ডে প্রায় ১ কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোর রাতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়, বাজারের সিদ্দিকের রুটির দোকান থেকে প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের রসুল হাওলাদার স্টোর, ফোরকানের সু স্টোর, সিদ্দিকের মুদি দোকান, আফজালের মুদি দোকান, শামসুল হকের হোটেল, সাবুর ফিটের দোকানে। আগুনে মালামালসহ দোকানগুলো পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাঁঠালিয়া ও বামনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এর কর্মীরা। তারা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. শহীদুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের দুই ঘণ্টা লেগেছে। আগুন নেভানোর ফলে রক্ষা পেয়েছে বাজারের শতাধিক দোকান।

নয়শতাব্দী/জেডএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ