ঢাকা, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬

সুন্দরগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

প্রকাশনার সময়: ৩০ সেপ্টেম্বর ২০২২, ১২:৩১

গাইবান্ধার সুন্দরগঞ্জে পা ফসকে পুকুরে পড়ে পানিতে ডুবে বাছিরন নেছা (৮০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের নতুন দুলাল গ্রামে এ ঘটনা ঘটে। বাছিরন নেছা ওই গ্রামের মৃত নুরুল হকের স্ত্রী।

স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো শুক্রবার ভোরে বাছিরন নেছা ঘুম থেকে জেগে নলকূপের পাড়ে যায়। এসময় অসাবধানতাবশত পা ফসকে গিয়ে নলকূপ সংলগ্ন পুকরে পড়ে গিয়ে পানিতে ডুবে যান তিনি। সকালে স্বজনরা তাকে ঘরে না পেয়ে বিভিন্নস্থানে খুঁজতে থাকেন। এরই একপর্যায়ে পুকুরের পানিতে তার মরদেহ ভেসে ওঠে। তখন স্বজনরা তার মরদেহ উদ্ধার করে।

কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনোয়ার আলম সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, নলকূপের পাড়ে পা পিছলে পুকুরের পানিতে পড়ে গিয়ে বাছিরন নেছা নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যুর ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ