ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাফজয়ী মাসুরাকে বরণ করলেন উপকূলের মানুষ

প্রকাশনার সময়: ২৯ সেপ্টেম্বর ২০২২, ২১:৪৮

সাফ বিজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের অন্যতম ডিফেন্ডার মাসুরা পারভীনকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেছে উপকূলীয় উপজেলা শ্যামনগরের হাজারো মানুষ।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর হরিচরণ হাইস্কুল মাঠে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

এসময় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন, উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শিদ, প্রেসক্লাবের সভাপতি আকবর কবিরসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাকে ফুলের মালা পরিয়ে এবং ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান।

এসময় নারী ফুটবল দলের অন্যতম ডিফেন্ডার মাসুরা পারভীন বলেন, আমি মানুষের ভালোবাসায় সিক্ত। আমি গর্বিত। আমি ধন্য। আমি আশা করি, শ্যামনগরসহ সারা দেশের মানুষ ফুটবলকে ভালোবাসে। বাংলাদেশ নারী ফুটবল দলকে এগিয়ে নিতে হলে আগামী প্রজন্মের খেলোয়াড় আজকের শিশুদের মাঠে আসার সুযোগ দিতে হবে। তাদেরকে খেলাধূলায় প্রেরণা যোগাতে হবে। উৎসাহ দিতে হবে। এজন্য অভিভাবকদের আগ্রহ থাকতে হবে। শিশুরা যেনো প্রতিভা বিকাশের সুযোগ পায় সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। দেশের জন্য যাতে আমি দীর্ঘদিন খেলে যেতে পারেন সেজন্য দোয়া করবেন।

বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর হরিচরণ হাইস্কুল মাঠে খুলনা মহিলা ফুটবল একাডেমি ও শ্যামনগর মহিলা ফুটবল একাডেমির মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। সাফ জয়ের পর প্রথমবারের মতো নারী ফুটবল দলের অন্যতম ডিফেন্ডার মাসুরা পারভীন শ্যামনগরের হয়ে খেলেন। খেলায় ২-১ গোলে খুলনাকে হারিয়ে শ্যামনগর মহিলা ফুটবল একাডেমি বিজয়ী হয়। পরে অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোরে নারী ফুটবল দলের অন্যতম ডিফেন্ডার মাসুরা পারভীন ছুটিতে সাতক্ষীরার বিনেরপোতাস্থ বাড়িতে ফেরেন। পরে তিনি শ্যামনগরে ফুটবল খেলতে যান। তাকে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে সাতক্ষীরা জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ