ঢাকা, সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১, ৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাফ জয়ী কলসিন্দুরের ৮ নারী ফুটবলারকে নাগরিক সংবর্ধনা

প্রকাশনার সময়: ২৯ সেপ্টেম্বর ২০২২, ২০:৫৭

সাফ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের আট সদস্যকে ময়মনসিংহে জমকালো সংবর্ধনা দেওয়া হয়েছে। ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা ফুটবল এসোসিয়েশন এই সংবর্ধনার আয়োজন করে।

সকালে ঢাকা থেকে সড়ক পথে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দেন ফুটবলাররা। ময়মনসিংহ জেলা সীমানায় প্রবেশের পর থেকে ভালুকা ও ত্রিশাল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁদের ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। ময়মনসিংহ নগরে প্রবেশের আগে চুরখাই এলাকা থেকে ফুটবলারদের একটি সুসজ্জিত খোলা পিকআপ ভ্যানে তোলা হয়। সেখান থেকে শতশত মোটরসাইকেল ও গাড়ি বহর নিয়ে তাঁদের ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়।

এসময় রাস্তার দুপাশে হাজার হাজার সমর্থক-ভক্তরা উপস্থিত হয়েছিলেন। সড়কের দুপাশে দাঁড়িয়ে ফুটবলারদের শুভেচ্ছা জানান তারা। পরে খোলা ওই পিকআপ ভ্যানটিতে করে ফুটবলাররা ময়মনসিংহ সার্কিট হাউজে যান। সেখান থেকে তাঁদের শিল্পাচার্য জয়নুল পার্কের বৈশাখী মঞ্চের সংবর্ধনা মঞ্চে নেওয়া হয়।

বেলা ২টায় বৈশাখী মঞ্চে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এহতেশামুল আলম।

আরও উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশানের সভাপতি এ.কে.এম দেলোয়ার হোসেন মুকুল। এসময় গৃহায়ণ ও গণপূর্তি প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেন, বঙ্গবন্ধু তার ভাষণে বলেছিলো বাঙালিকে দাবায়ে রাখতে পারবা না, এরই প্রতিফলন হয়েছে।

এবার বাঙালি নারীদেরও দাবায়ে রাখা যায়নি। তারা দক্ষিণ এশিয়া জয় করেছে। বাংলাদেশের নারী ফুটবলের আজকের এ অর্জন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই সম্ভব হয়েছে। কারণ ২০১০ সাল থেকে প্রধানমন্ত্রীর উদ্যোগেই বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন হয়। মূলত এ বঙ্গমাতা টুর্নামেন্টের কারণেই তৃণমুল থেকে মেয়েরা ফুটবল খেলতে শুরু করে। পরে মেয়েরা জাতীয় পর্যায়ে খেলে। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুরের মেয়েরাই এর অনন্য উদাহরণ।

সংবর্ধনা অনুষ্ঠানে নগদ অর্থ, ক্রেস্ট, ব্লেজার এবং নানা ধরনের ক্রীড়াসামগ্রী উপহার দেওয়া হয়। প্রতিমন্ত্রী শরীফ আহমেদের পক্ষ থেকে ৮ জন নারী ফুটবলারকে নগদ ২৫ হাজার করে টাকা তুলে দেওয়া হয়। এছাড়া ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আটজন ফুটবলারকে ১ লাখ টাকা, প্রান্ত ডায়োগনষ্টিক সেন্টারের পক্ষ থেকে আটজনকে ১ লাখ তুলে দেওয়া হয়।

জমকালো এমন সংবর্ধনা পেয়ে উচ্ছ্বসিত নারী ফুটবলাররা। ফুটবলার সানজিদা বলেন, আমরা আগেও বিভিন্ন খেলায় জয় লাভ করেছি। কিন্তু এবারের জমকালো সংবর্ধনা পেয়ে আমরা খুবই খুশি। এ সংবর্ধনা আমাদের আরও অনুপ্রাণিত করবে এবং নতুন নতুন নারী ফুটবলার তৈরিতে উৎসাহ যোগাবে।

সংবর্ধনা পাওয়া ময়মনসিংহের কলসিন্দুরের কৃতি ফুটবলার সাফ জয়ী দলের সদস্যরা হলেন- সানজিদা, শিউলি আজিম, মার্জিয়া আক্তার, মারিয়া মান্দা, তহুরা বেগম সাজেদা আক্তার, শামছুন্নাহার ও শামছুন্নাহার জুনিয়র।

নয়াশতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ