ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

করতোয়ায় চতুর্থ দিনের উদ্ধার অভিযান চলছে

প্রকাশনার সময়: ২৮ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৯

পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় চতুর্থ দিনের মতো উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের লোকজন।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে উদ্ধার অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দায়িত্বরত টিম লিডার আসাদুজ্জামান।

নৌকাডুবির ঘটনার দিন থেকে মঙ্গলবার রাত পর্যন্ত নদী থেকে ৬৮টি লাশ উদ্ধার করা হয়। তবে এখনও আরো চারজন নিখোঁজ রয়েছে বলে দাবি স্বজনদের।

উল্লেখ্য, রোববার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বদ্বেশ্বরী মন্দিরে মহালয়া উৎসবে যোগ দিতে নৌকায় করে যাচ্ছিলেনে দেড় শতাধিক সনাতন ধর্মালম্বী। অতিরিক্ত যাত্রীর বহন করায় নৌকাটি করতোয়া নদী আওলিয়াঘাট এলাকায় ডুবে যায়।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ