ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

কক্সবাজারে ইলেকট্রনিক্স ডিভাইসযুক্ত পাখি উদ্ধার

প্রকাশনার সময়: ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৩:১৮

কক্সবাজারের দ্বীপ উপজেলার মহেশখালীতে গায়ে জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস (জিপিআরএস) ডিভাইসযুক্ত ঠোঁটক পাখি উদ্ধার করেছে স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, পাখির শরীরে যে ডিভাইসটি আছে, সেটি একটি জিপিআরএস।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়ন থেকে পাখিটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান।

তিনি জানান, বিকেলে পাখিটি ক্লান্ত হয়ে নিচে নেমে এসে বসে পড়ে। স্থানীয় নোমান পাখিটি দেখতে পায়। পড়ে পাখির শরীরে সংযুক্ত ডিভাইস দেখে সেটি ইউনিয়ন পরিষদে নিয়ে আসে। বিষয়টি আমি বন বিভাগে জানাই। পাখিটি উদ্ধার করে বন বিভাগে হস্তান্তর করা হয়েছে।

মহেশখালী বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আনিস জানান, ডিভাইস সংযুক্ত পাখি উদ্ধার করা হয়েছে। পাখিটা দেখতে অতিথি পাখির মতো। তবে স্থানীয় ভাষায় ঠোঁটক পাখি বলে।

রাতে ডিভাইসযুক্ত পাখিটি বন-বিভাগের বলে চট্টগ্রাম উপকূলীয় বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমানের বরাত দিয়ে মাতারবাড়ি বন-বিট কর্মকর্তা নুরে আলম মিয়া নিশ্চিত করেছেন।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ