ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়

নিজের দুই পাসহ ছেলেকে হারালেন গৃহবধূ

প্রকাশনার সময়: ২৪ সেপ্টেম্বর ২০২২, ২২:৩০

পটুয়াখালীর কলাপাড়ায় ট্রলি ও ব্যাটারী চালিত অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে জিহাদ (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় ওই অটোরিকশার চালক এবং একই পরিবারের ৪ জনসহ অন্তত ৭ জন গুরুতর আহত হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ এলাকায় কুয়াকাটার বিকল্প সড়কে এ দুর্ঘটনা ঘটে। মৃত জিহাদ ধানখালী ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের মিঠু খানের ছেলে।

আহতরা হলেন, নিহত শিশুর মা মুক্তা বেগম (৪০), বড় বোন মিম আক্তার (১২), ছোট ভাই জুনায়েদ (০৭), দাদী জাহানারা (৬৫), এবং অটোরিকশা চালক নুর মোহাম্মদ(৪১)। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়া গুরুতর আহত মুক্তা বেগমের দুই পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।

নিহত শিশুর চাচা রিপন জোমাদ্দার জানান, শাশুড়ি এবং তিন সন্তানকে নিয়ে স্বামীর বড় ভাইয়ের বাড়ি কুয়াকাটায় একদিন বেড়ানোর পর শনিবার স্বামীর বাড়িতে ফিরছিলেন মুক্তা বেগম। পথিমধ্যে দুর্ঘটনা কবলিত এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের বহনকারী অটো রিকশার। এতে ঘটনাস্থলেই শিশু জিহাদের মৃত্যু হয়।

তিনি আরও জানান, এসময় ট্রলির চাপায় মুক্তা বেগমের দুই পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে মুক্তা বেগম, তার শাশুড়ি এবং দুই সন্তান চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। অপর দিকে আহত এক ব্যক্তি ও এক নারীর নাম এখনও জানা যায়নি।

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, আহতদের উদ্ধার করে বরিশাল পাঠানো হয়েছে। ঘাতক ট্রলিটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ