ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

মেয়েদের জন্য আলাদা খেলার মাঠ চান সাবিনা

প্রকাশনার সময়: ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৮:১৫

সাফজয়ী জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ও তার পরিবারকে নানা আয়োজনে সাতক্ষীরায় জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এবং দুপুর ২টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

এসময় অধিনায়ক সাবিনা খাতুন বলেন, সাতক্ষীরাবাসীর আন্তরিকতা ও ভালোবাসায় আমি মুগ্ধ। যখন ফুটবল খেলা শুরু করেছি তখন স্বপ্ন ছিল সাউথ এশিয়া গেমসে খেলব এবং ভালো পারফরম্যান্স দেখাব। আমি সেটা করতে পেরেছি এবং এটাই আমার সার্থকতা।

প্রয়াত কোচ আকবর আলীর কথা তুলে ধরে তিনি বলেন, আমার ফুটবল শেখার জন্য সবচেয়ে বেশি অবদান তার। তার কথা চিরদিন স্মরণে রাখতে চাই।

ফুটবল খেলা নিয়ে অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে উল্লেখ করে সাবিনা খাতুন বলেন, সাতক্ষীরায় মেয়েদের খেলার জন্য আলাদা কোনো মাঠ নেই। একটা সময় আমরা ফুটবল প্র্যাকটিস করার সময় অনেক ছেলেরা ক্রিকেট খেলে আমাদের ব্যাঘাত ঘটাতো, এটা খুবই দুঃখজনক।

সাবিনা খাতুন মেয়েদের খেলার জন্য আলাদা মাঠের ব্যবস্থা করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবিনা খাতুন ও তার মা মমতাজ বেগম, বোন শিরিনা আক্তার এবং প্রয়াত কোচ আকবর আলীর স্ত্রী রেহানা আক্তার।

অনুষ্ঠানে সাবিনা খাতুনকে জেলা প্রশাসনের পক্ষ থেকে এক লাখ টাকা অনুদান ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। এছাড়া জেলা পুলিশের পক্ষ থেকে ৫০ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে।

জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।

এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, মাহমুদ হাসান মুক্তি প্রমুখ।

জেলা পুলিশের আয়োজনে পৃথক অপর এক সংবর্ধনায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, সদর থানার ওসি কাইয়ুম প্রমুখ।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ