স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে রাঙামাটিতে মার্কস একটিভ স্কুল দাবা চ্যাম্পিয়নশীপ প্রশিক্ষণ শুরু হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাঙামাটির মারী স্টেডিয়ামের কনফারেন্স রুমে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন নবাগত পুলিশ সুপার মীর আবু তৌহিদ।
এসময় পুলিশ সুপার বলেন, অপসংস্কৃতি ও ভার্চুয়াল আসক্তি থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে হলে লেখাপড়ার পাশাপাশি মেধা ও শারীরিক প্রতিযোগিতা আয়োজনের বিকল্প নেই। জাতি বুদ্ধিদীপ্ত প্রজন্ম প্রত্যাশা করে, অলস প্রজন্ম নয়। আশা করছি, বুদ্ধিদীপ্ত প্রজন্মই দেশকে উন্নতির শীর্ষে নিয়ে যাবে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ) মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদুল ইসলামসহ জেলা ক্রীড়া সংস্থা ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে, জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায়, জেলা শহরের ৭টি স্কুলের ৪৮ জন শিক্ষার্থী এই প্রশিক্ষণে অংশ নিচ্ছে।
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ