ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ট্রেনে উঠতে গিয়ে বাবার সামনে বিশ্ববিদ্যালয়ছাত্রের মৃত্যু

প্রকাশনার সময়: ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৩:৪৩

নাটোরের লালপুরে রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে ট্রেনের নিচে পড়ে ইমতিয়াজ আলী (২৫) নামের এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনে এঘটনা ঘটে। নিহত ইমতিয়াজ পার্শ্ববর্তী ঈশ্বরদী উপজেলার রুপপুর এলাকার অ্যাড. ইসাহাক আলীর ছেলে ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করে আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার মো: জিয়াউদ্দিন বলেন, সকাল ৭.৫০ মিনিটে রাজশাহীগামী কমিউটার ট্রেনে ছেড়ে যেতে শুরু করলে ছেলেটি দৌড়ে গিয়ে ট্রেনে ওঠার চেষ্ঠা করে। এসময় পা ফসকে প্লাটফর্মের নিচে পড়ে গিয়ে পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

স্টেশন মাস্টার আরো বলেন, নাস্তার জন্য স্টেশন সংলগ্ন হোটেলে যান বাবা ইসাহক আলী ও ছেলে ইমতিয়াজ। নাস্তা শেষ করতেই ট্রেন ছেড়ে দেয়। দৌড়ে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা ফসকে চাকার নিচে পড়ে যান ইমতিয়াজ। বাবার চোখের সামনে ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি। রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ