গণবিরোধী ডিজিটাল নিরাপত্তা আইনে আটক রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় সমন্বয় কমিটির অন্যতম সদস্য প্রীতম দাশের মুক্তি এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সংগঠনের মিডিয়া ও প্রচার সমন্বয়ক সৈয়দ হাসিবউদ্দীন হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, নৈতিক সমাজের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আমসা আমিনসহ জাতীয় নেতৃবৃন্দ।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমনের সঞ্চালনায় হাসনাত কাইয়ূম বলেন, এদেশের চোরেরা পুলিশের পাহাড়ায় থেকে আইনের মাধ্যমে জনগণের টাকা দিয়েই জনগণকে নিপীড়ন করে। বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ রাতের বেলায় ভোট ডাকাতি করে ক্ষমতা কুক্ষিগত করেছে। এই কুক্ষিগত ক্ষমতাই দেশে মাফিয়াতন্ত্র কায়েম করেছে। আর এই মাফিয়াদের বিরুদ্ধে যে কেউ ন্যায্য দাবিতে আন্দোলন করতে গেলেই তাদের উপর সন্ত্রাসী হামলা, মামলাসহ সকল প্রকার জুলুম চাপিয়ে দেয়া হয়েছে। তাই চা শ্রমিকের মজুরির দাবি যতই ন্যায্য হোক না কেন সেটা পূরণের কোন উদ্যোগই নেয়া হয়নি বরং তাদের দাবির সাথে সংহতি জানিয়ে সমাবেশ করতে গেলে সেই সমাবেশে হামলা করে নিজেদের চরিত্র আবারও প্রকাশ করছে ক্ষমতাসীন দল।
সমাবেশ থেকে মিথ্যা মামলা প্রত্যাহার করে অবিলম্বে প্রীতম দাশের মুক্তি ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানানো হয়। পাশাপাশি বাংলাদেশের জনগণকে এইরকম গনবিরোধী আইন বাতিলের ক্ষমতাকাঠামো বদলাতে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাওয়ার এবং দুর্গাপূজাকে সামনে রেখে সাম্প্রদায়িক ষড়যন্ত্র রুখে দেয়ার আহবান জানানো হয়।
সমাবেশে সংহতি জানিয়ে আরও বক্তব্য রাখেন, শ্রমিক নেতা শাহ আলম, রাষ্ট্র সংস্কার যুব আন্দোলনের সমন্বয়ক মাশকুর রাতুল, রাষ্ট্র সংস্কার আন্দোলন এর অর্থ বিষয়ক সমন্বয়ক দিদারুল ভুইয়া, জাতীয় সমন্বয় কমিটির সদস্য হাবিবুর রহমান রাজা, এডভোকেট সিরাজুল ইসলাম মামুন, আদীল আমজাদ হোসেন, শাহাবুদ্দিন কবিরাজ লিটন, জাকিয়া শিশির প্রমূখ।
নয়াশতাব্দী/এমএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ