ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ডিলারের পৌনে ২ লাখ টাকা নিয়ে উধাও বিক্রয়কর্মী

প্রকাশনার সময়: ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৫:৩৯

রাজধানীর রামপুরা থানাধীন বনশ্রী এলাকা থেকে ডিলারের পৌনে ২ লাখ টাকা নিয়ে পালিয়েছে এক ডিএসআর। এ বিষয়ে রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ১১৫৪) করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে এই ঘটনা ঘটে। অভিযুক্ত বিক্রয়কর্মীর নাম মো. খায়রুল ইসলাম। তিনি কিশোরগঞ্জের হোসেনপুর থানাধীন গলাচিপা গ্রামের নুরুল ইসলামের ছেলে।

জানা যায়, টেলিকমিউনিকেশন কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড এর ডিলার ফাহিম এন্টারপ্রাইজে চারদিন আগে (১৯ সেপ্টেম্বর) ডিএসআর হিসেবে যোগ দিয়েছিলেন খায়রুল।

জিডি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯ টার সময় রবি আজিয়াটা লিমিটেড অনুমোদিত ফাহিম এন্টারপ্রাইজ এর অফিস থেকে মো. খায়রুল ইসলাম তাহার সাথে থাকা ১,৭১,৬৯৩ টাকা সহ অফিস থেকে বের হয়ে আর অফিসে ফিরে আসেনি। পরে অফিস থেকে তার ব্যবহৃত মোবাইল নাম্বারে (০১৯৭৯৪০৪১৩৫/ ০১৮১৭৭৬৮১৭২) যোগাযোগ করলেও সেটি বন্ধ পাওয়া যায়।

ফাহিম এন্টারপ্রাইজ এর বিজনেস ম্যানেজার মো. বাবলু রহমান জানান, দক্ষিণ বনশ্রী এলাকার (ব্লক-বি, রোড-৭, বাড়ি-৭০) অফিস থেকে বৃহস্পতিবার সকালে বিদ্যুৎ বিল ও ইজিলোডের ১,৭১,৬৯৩ টাকা সহ অফিস থেকে বের হয় ডিএসআর মো. খায়রুল ইসলাম। তারপর থেকে তাকে অনেক খোঁজাখুঁজি করেও আর পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল নাম্বারও বন্ধ পাওয়া যায়। তাকে খুঁজে না পেয়ে এ বিষয়ে রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এছাড়াও যদি কেউ পলাতক খায়রুলকে ধরিয়ে দিতে পারেন, তাহলে তাকে উপযুক্ত পুরষ্কার প্রদান করা হবে।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ