ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

নবীনগরে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশনার সময়: ২২ সেপ্টেম্বর ২০২২, ১৯:২৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে সুসংহত করার লক্ষ্যে সকল জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইন-শৃঙ্খলা বাহিনী, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ধর্মীয় নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষকসহ সর্বস্তরের জনগণকে নিয়ে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময়, আসন্ন দূর্গা পূজার নিরাপত্তা রক্ষার্থে গুজব থেকে সতর্ক থাকতে বক্তারা বিশেষ ভাবে জোর দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবাদুল করিম বুলবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শাহগীর আলম, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মো. আনিসুর রহমান, সহকারি কমিশনার (ভূমি) মোশারফ হোসাইন, পৌর মেয়র অ্যাড. শিব শংকর দাস, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজন্ত কুমার ভদ্র, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সজিত কুমার দেব, যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরি শাহান, নবীনগর প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিন মনির, মডেল প্রেসক্লাব ও মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের সভাপতি আবু কাউছার, উপজেলা প্রেসক্লাব সভাপতি সঞ্জয় সাহা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা সামাজিক সম্প্রীতি নিয়ে সকলের মাঝে আলোচনা করেন ও গুজব থেকে সাবধান থাকার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

বক্তারা বলেন, বাঙ্গালির সম্প্রীতি নষ্ট হতে দেওয়া যাবে না। কোনো এলাকায় যদি কোনো প্রকার অনাকাঙ্খিত ঘটনা ঘটে তাহলে ঐ এলাকার জনপ্রতিনিধি দায়ী থাকবেন। তারা আরো বলেন, সকলে মিলেমিশে থাকুন আমরা সেটাই চাই।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন নবীনগর মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা বেলাল হোসেন। পবিত্র গীতা পাঠ করেন শুভেন্দ চক্রবর্তী শুভ।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ