ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

পাকুন্দিয়ায় এক রাতে সাত গরু উধাও!

প্রকাশনার সময়: ২২ সেপ্টেম্বর ২০২২, ১৭:৩৫

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একই গ্রাম থেকে রাতের আঁধারে ৩ কৃষকের ৭টি গরু চুরি খোয়া যাবার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ওই গ্রামের মো. জসীম উদ্দীন বাদী হয়ে এ ঘটনায় পাকুন্দিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, বুধবার দিবাগত রাত ২টা থেকে বৃহস্পতিবার ভোর ৫ টার মধ্যে উপজেলার বরাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সুত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ২টা থেকে বৃহস্পতিবার ভোর ৫ টার মধ্যে বরাটিয়া গ্রামের জসীম উদ্দীনের ২ টি, হারুনের ৩ টি এবং কুদ্দুসের ২ টি গরু চুরি হয়ে যায়। চুরি হওয়া গরুগুলির আনুমানিক মূল্য প্রায় ৭ লাখ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়।

বাদী জসীম উদ্দীন অভিযোগে আরও উল্লেখ করেন, বুধবার দিবাগত রাত ২ টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হন। তখনও তিনি গরুগুলো গোয়াল ঘরে দেখতে পান। কিন্তু বৃহস্পতিবার ভোর ৫টার সময় গোয়ালঘরে গিয়ে দেখেন সুকৌশলে কে বা কারা গোয়াল ঘরে ঢুকে গরুগুলো চুরি করে নিয়ে গেছে। এসময় তার ডাক চিৎকার শুনে ছোট ভাই হারুন ও প্রতিবেশী কুদ্দুস এর ঘুম ভাঙে। তখন তারাও তাদের গোয়ালঘরে গিয়ে দেখেন তাদের গরুগুলোও চুরি হয়ে গেছে।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। চুরি হওয়া গরু উদ্ধারের পাশাপাশি চোরদের গ্রেফতারে অভিযান চলছে।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ