ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

পদ্মা সেতু রেল লিংক প্রকল্পের মালামাল চুরি, গ্রেফতার ৬

প্রকাশনার সময়: ২২ সেপ্টেম্বর ২০২২, ১৭:২৩

ফরিদপুরের ভাঙ্গায় পদ্মা সেতু লিংক রেল প্রকল্পের রেল সাপোর্টিং ক্লিপ চুরির ঘটনায় চোরাই মালামালসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য নিশ্চিত করেছে ভাঙ্গা থানা পুলিশ

পুলিশ সূত্রে জানা যায়, পদ্মা সেতু রেল লিংক প্রকল্পের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সলিলদা নামক স্থান থেকে নির্মাণাধীন রেললাইন থেকে ৬৪টি রেল সাপোর্টিং ক্লিপ ও ৮টি ফিসপ্লেট চুরি হয়।

পরবর্তীতে সিআরইসি প্রকল্পের সেফটি ইনচার্জ মো. সাগর আলী বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ অভিযান পরিচালনা করে কাউলিবেড়া ইউনিয়নের মোটরা এলাকার এনায়েত শেখের ভাঙারির দোকান থেকে চুরি যাওয়া মালামাল জব্দ করে।

এ সময় চোরাই মালামাল কেনার অপরাধে এনায়েত শেখ (৩৫) আব্দুর রহমান ওরফে রকমত মাতুব্বর (৫০)-কে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সংঘবদ্ধ চোর চক্রের অপর চার সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. তানজিম মোল্লা, মো. রাসেল মোল্লা, মো. মামুন শেখ, মো. ইমন মোল্লা।

এ বিষয়ে ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, আমরা অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চুরি যাওয়া মালামালসহ সংঘবদ্ধ চোর চক্রের সদস্যদের গ্রেফতার করেছি। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হবে।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ