ঢাকা, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেনীতে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হলেন দেলোয়ার হোসেন 

প্রকাশনার সময়: ১৯ সেপ্টেম্বর ২০২২, ২১:৩৭

ফেনী সদর উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন বালুয়া চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মুন্সী দেলোয়ার হোসেন।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলা অডিটোরিয়ামে জাতীয় শিক্ষা পদক ২০২২ উপলক্ষ্যে এক সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পদক উপ-কমিটির সভাপতি আনোয়ার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদর উপজেলা জাতীয় শিক্ষা পদক কমিটির উপদেষ্টা শুসেন চন্দ্র শীল।

সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও পদক উপ-কমিটির সদস্য সচিব নাজমা আক্তারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান একে শহীদ উল‍্যাহ খোন্দকার, সদর উপজেলা স্কাউটস সম্পাদক প্রধান শিক্ষক আমির হোসেন।

দেলোয়ার ২০০৩ সালে প্রধান শিক্ষক হিসেবে চাকুরীতে যোগদান করেন। ২০১২ সালে তিনি বালুয়া চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে যোগদান করেন। সেখানে ২০১৩ সালে তিনি ৮ম শ্রেণি চালু করেন। এছাড়াও তিনি প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ