ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বেশি দামে সার বিক্রি, দোকানিকে জরিমানা 

প্রকাশনার সময়: ১৭ সেপ্টেম্বর ২০২২, ২৩:৫১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অতিরিক্ত মূল্যে সার বিক্রির দায়ে আবু তাহের ট্রেডার্সের সত্ত্বাধিকারী মো. আবু তাহের নামে এক বিক্রেতাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার আমতলী বাজারে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) এ.এইচ. ইরফান উদ্দিন আহম্মেদ।

ইউএনও বলেন, উপজেলার আমতলী বাজারে সার বিক্রেতা মো. আবু তাহের সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে কৃষকদের কাছে সার বিক্রয় করছেন এমন অভিযোগের ভিত্তিতে তার দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায় আবু তাহের ট্রেডার্সের সত্ত্বাধিকারী মো. আবু তাহের সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে সার বিক্রয়, দোকানে সারের হালনাগাদ কোন তালিকা প্রদর্শন না করা, ক্রেতা থেকে বেশি টাকা নিয়ে কম টাকার রশিদ প্রদান করা এবং কোন কোন ক্ষেত্রে সার বিক্রির মূল্য রশিদ না দিয়েই ক্রেতার নিকট সার বিক্রি করে আসছিলেন।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মো. আবু তাহেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ