ঢাকা, রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

লিফটের নিচে ২ দিন পড়ে ছিল রোগীর লাশ 

প্রকাশনার সময়: ১৭ সেপ্টেম্বর ২০২২, ২২:৩৭

মহাখালীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের লিফটের ৯ তলা থেকে পড়ে এক রোগীর মৃত্যু হয়েছেন। এ ঘটনার দুই দিন পর তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া জানান, নিহতের নাম মো. কালাম বেপারী। বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামে। তার মৃত্যুর ঘটনায় ছেলে রিয়াদ বেপারী বনানী থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।

জানা গেছে, ওই হাসপাতালের ডাক্তার রোগী কালাম ব্যাপারীকে গত ২৯ আগস্ট সেখানে ভর্তি হওয়ার পরামর্শ দেন। ১৮ সেপ্টেম্বর তার পাকস্থলীতে অস্ত্রোপচার করার দিন ঠিক হয়। শনিবার স্বজনরা হাসপাতালে এসে বিছানায় তাকে পায়নি। ওয়ার্ডের আশপাশের লোকজন জানান, গত ১৫ সেপ্টেম্বর সকালে তিনি বাইরে যান, এরপর আর ফিরে আসেননি।

তখন নিহতের পরিবার পুলিশের সহায়তা চান। পরে পুলিশ এসে হাসপাতালের সিসিটিভি ফুটেজ উদ্ধার করে।

ফুটেজে দেখা যায়, বৃহস্পতিবার সকাল ৭টা ৩২ মিনিটে তিনি নিচে নামার জন্য ৯ তলায় লিফটের বোতামে চাপ দেন। লিফট আসার পর দরজা খুলে যাওয়ায় লিফটে ওঠার জন্য পা বাড়ালে নিচে পড়ে যান তিনি। এই ফুটেজ দেখার পর রিয়াদ বেপারী নিচে গিয়ে লিফটের গর্তে তার বাবার লাশ শনাক্ত করেন।

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ