ঢাকা, রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১, ৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজশাহী রেলস্টেশনে টিকিটসহ কালোবাজারি আটক 

প্রকাশনার সময়: ১৬ সেপ্টেম্বর ২০২২, ২০:৫০

রাজশাহী রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিটসহ এক কালোবাজারিকে আটক করেছে রেলওয়ে জিআরপি থানা পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) কর্মীরা।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্টেশনের টিকিট কাউন্টারের পাশ থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ট্রেনের ১০টি টিকিট জব্দ করা হয়েছে।

আটককৃত যুবকের নাম মো. মোস্তফা। বাবার সঙ্গে রেলস্টেশনের সামনে ভ্যানে আনারস কেটে বিক্রি করেন তিনি। তবে বর্তমানে টিকিট কালোবাজারির সঙ্গে জড়িয়ে গিয়ে বাবার সঙ্গে ব্যবসা বন্ধ করে দিয়েছে বলে জানান রাজশাহী রেলওয়ে স্টেশনের বুকিং সহকারী।

শুক্রবার সকালে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী জানান, রাজশাহী জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি লিয়াকত আলী রাজশাহীতে ট্রেনের টিকিট কালোবাজারির মূল হোতা। এই লিয়াকতের অধীনে বেশকিছু এজেন্ট কাজ করে। যারা লিয়াকতের কালোবাজারি করা টিকিটগুলো মাঠ পর্যায়ে বিক্রির জন্য গ্রাহকের দ্বারে দ্বারে ঘুরে বেড়ান। এসব এজেন্টের অন্যতম হলো আটককৃত মোস্তফা।

ওই কর্মচারী আরও বলেন, লিয়াকত অনলাইনে টিকিট কাটার জন্য প্রায় ২০০-২৫০ (দুই-আড়াইশহ) টি নিবন্ধিত সিম ব্যবহার করেন। এজন্য তার জনবলও রয়েছে। অনলাইনে টিকিট ছাড়ার সঙ্গে সঙ্গে তিনিসহ তার জনবল অনলাইনে টিকিট কাটতে ব্যস্ত হয়ে পড়েন। অনলাইনে টিকিট কেটে সেগুলো বিভিন্ন সোর্সের মাধ্যমে গ্রাহকের নিকট অতিরিক্ত দামে বিক্রি করে। অনেক সময় টিকেটের প্রচুর চাপ থাকে। তখন হয়তো বাইরে বিভিন্ন সোর্সের মাধ্যমে অনলাইনে কাটা টিকিটগুলো দ্রুতই বিক্রি দেয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার জানান, বৃহস্পতিবার রাতে কালোবাজারিতে টিকিট বিক্রির জন্য স্টেশনের কাউন্টারের পাশে ১০টি নন এসি অনলাইন টিকিটসহ এক মোস্তফা নামে যুবককে আটক করা হয়।

তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে ওই যুবক জানিয়েছে, স্টেশনের পাশে অবস্থিত ঢাকা বাসস্ট্যান্ড এলাকার কোনো এক কম্পিউটার দোকান (এজেন্ট) থেকে টিকিটগুলো সংগ্রহ করেন। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তার সঙ্গে কারা জড়িত সেই ব্যাপারে তদন্ত চলছে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ