ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তাড়াইলে এসএসসি পরীক্ষার্থী ১৬৬৮, অনুপুস্থিত ১৪ বহিষ্কার ১

প্রকাশনার সময়: ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৮:২৫

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের তাড়াইলে ২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া জানান, এবার উপজেলায় মোট ১৬৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়ার কথা থাকলেও ১৪জন শিক্ষার্থী অনুপুস্থিত ছিল। এর মধ্যে উপজেলার ১২৪১ জন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা থাকলেও ৮জন অনুপুস্থিত ছিল। তেমনি দাখিল পরীক্ষায় ৩০২জনের মধ্যে ৫জন অনুপুস্থিত থেকে পরীক্ষায় অংশ নেন ২৯৭জন এবং ১জন বহিস্কার হন। তাছাড়া ভোকেশনালে ১২৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করার কথা থাকলেও ১জন অনুপুস্থিত ছিলেন।

তিনি আরও জানান, উপজেলার সবকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৫ টি উচ্চ বিদ্যালয়, ১টি দাখিল মাদরাসা, ৫টি আলিম মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেয়। উপজেলায় মোট পরীক্ষা কেন্দ্র ছিল তিনটি। সদরে অবস্থিত তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়, হাজী গোলাম হোসেন উচ্চ বালিকা বিদ্যালয় এবং সহিলাটি আবদুল হালিম হোসাইনিয়া দাখিল মাদরাসা।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ