কিশোরগঞ্জের নিকলীতে নৌ-পথে চাঁদাবাজি করার সময় দুটি তেলের ডামসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) ভোর রাতে ঘোড়াউত্রা নদীতে চলাচল মাল বোঝাই নৌকা ও বাল্কহেড থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের সময় নিকলী থানা পুলিশ তাদেরকে আটক করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- সদর ইউনিয়নের পূর্বগ্রামের জঙ্গলহাটি আবু হায়েদের ছেলে সাইফুল ইসলাম দয়াল (৩৫), একই এলাকায় জালাল মিয়ার ছেলে মনির (২৫), ইসমত আলীর ছেলে হারুন (৪০), ও পূর্বগ্রামের সাদেক মিয়ার ছেলে রুহেল (২৭)।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ ঘোড়াউত্রা নদীতে নৌযান থেকে তারা প্রকাশ্যে চাঁদাবাজি করতো। কিন্তু এতোদিন তারা ধরা-ছোঁয়ার বাইরে ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে নিকলী থানার ওসি মোহাম্মদ মনসুর আলী আরিফের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সরা ৪ জন চাঁদাবাজকে আটক করতে সক্ষম হয়। নিকলী থানার (ওসি) মোহাম্মদ মনসুর আলী আরিফ জানান, নৌপথে চাঁদাবাজি হচ্ছে- এমন সংবাদ পেলে বিশেষ একটি টিম নিয়ে ঘোড়াউত্রা নদীতে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে নিকলী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ