প্রতিটি শ্রেণিকক্ষ বাংলা ও ইংরেজি রঙিন বর্ণ, মনীষীদের বাণী, গণিতের বিভিন্ন চিহ্ন, আকার-আকৃতি, নামতার ধারণা, বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কারের ছবি, বঙ্গবন্ধুর প্রতিকৃতি, সাতজন বীরশ্রেষ্ঠের ছবি, পাঠ্যবইয়ের বিভিন্ন ছড়া, শব্দ লিখে সাজানো হয়েছে। মনে হচ্ছে প্রতিটি দেয়াল যেন এক একটি পাঠ্যবইয়ের পাতা। এমন করে তজুমদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনগুলো সাজানো হয়েছে শিশুদের শিক্ষার উপযোগী করে। ছড়া, কবিতা ও গল্পের সঙ্গে সামঞ্জস্য ছবি দিয়ে সাজানো বিদ্যালয় ভবনগুলো দেখে শিক্ষার্থীরা প্রতিনিয়তই নতুন নতুন কিছু শিখছে।
তজুমদ্দিন উপজেলার ১১০টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে এমন চিত্র দেখা যায়। শিক্ষকরা জানান, সহকারী উপজেলা শিক্ষা অফিসারের আন্তরিক প্রচেষ্টায় এ কার্যক্রম দৃশ্যমান করতে পেরেছেন তারা। এতে শিক্ষার্থীদের নজরকাড়া সাড়াও মিলছে। বিদ্যালয়ের দেয়ালে আঁকা ছবি ও লেখা দেখে দেখে নিজ খাতায় তুলে ধরে শিশুরা। দেয়ালের লেখা ও ছবি দেখে আঁকা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে প্রায় প্রতিযোগিতাও দেখা যায় বলে জানান শিক্ষকরা।
ফজিলাতুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা ও ঈশান বলে, বিদ্যালয়ের ভবনের লেখা ও ছবিগুলো দেখতে তাদের ভালো লাগে। দেয়ালে আঁকা ছবি দেখে তারা বঙ্গবন্ধু, সাত বীরশ্রেষ্ঠ ও গুণীজনদের চিনতে পেরেছে। পাঠ্য বইয়ের নানা বর্ণ, অঙ্ক ও চিহ্ন তারা দেয়ালে দেখে দেখে শিখতে পারছেন।
চাঁদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলাম বিটু বলেন, পাঠ্য বইয়ের পাশাপাশি দেয়ালে লেখা বর্ণ, ছবি ও চিহ্নগুলো শিক্ষার্থীদের মেধা বিকাশে সহযোগী হচ্ছে। সাজানো বিদ্যালয় ভবন দেখে শিক্ষার্থীরা প্রতিনিয়তই নতুন নতুন বিষয় জানতে পারছে।
উপজেলা শিক্ষ সমিতির সাধারণ সম্পাদক মোঃ কলিমুল্লাহ মনু বলেন, প্রিয় নেতা আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন এমপি মহোদয় ও উপজেলা শিক্ষা অফিসারের আন্তরিক প্রচেষ্টায় বিদ্যালয়ের পুরো ভবনটি সাজানো হয়েছে শিশুদের শিক্ষার উপযোগী করে। মনে হচ্ছে বিদ্যালয়টি যেন একটি পাঠ্যবই।
উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আবুল মন্নান জানান, বিদ্যালয়ের ভবনগুলোতে বাংলা ও ইংরেজি রঙিন বর্ণ, মনীষীদের বাণী, গণিতের বিভিন্ন চিহ্ন, আকার-আকৃতি, নামতার ধারণা, বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কারের ছবি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিসহ সাতজন বীরশ্রেষ্ঠের ছবি, পাঠ্যবইয়ের বিভিন্ন ছড়া ও শব্দ লেখায় ভবনগুলো বর্ণিল সাজে সেজেছে। অন্যদিকে শিক্ষার্থীরাও পাঠ্যবইয়ের পাশাপাশি দেয়ালের ছবি এবং বর্ণ দেখে নানা বিষয়ে শিখতে পারছে।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ