ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাংবাদিকতায় মহাত্মাগান্ধী গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন মজিব

প্রকাশনার সময়: ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৯:১৮

সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় ভারতের মহাত্মাগান্ধী গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২২ পেলেন দৈনিক যুগান্তর ত্রিশাল প্রতিনিধি ও নাগরিক টিভির জেলা প্রতিনিধি খোরশিদুল আলম মজিব।

সম্প্রতি ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে সত্যজিত রায় অডিটোরিয়ামে ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষে দুই বাংলার সম্প্রীতির উৎসব মহাত্মাগান্ধী গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২২ প্রদান অনুষ্ঠিত হয়।

খোরশিদুল আলম মজিব দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাকাল থেকে সুনামের সাথে সাংবাদিকতা পেশায় দায়িত্ব পালন করে যাচ্ছেন। সাংবাদিকতার পাশাপাশি সমাজের উন্নয়নে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে আর্তমানবতার সেবায় কাজ করে ইতোপূর্বে সম্মাননা পদক লাভ করেন। তিনি বাসাস কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক, ময়মনসিংহ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য, পাওয়ার আইটি অর্গানাইজেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

এ উপলক্ষে গতকাল ত্রিশাল প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে অ্যাওয়ার্ড তুলে দেন বাসাস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবুল। এ সময় ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা সরকার, ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন, মতিউর রহমান সেলিম, সিনিয়র সাংবাদিক মামুনুর রশিদ, ফয়েজুর রহমান ফরহাদ, আতিকুল ইসলাম, হুমায়ুন কবীর, নয়া শতাব্দী ত্রিশাল প্রতিনিধি রাকিবুল হাসান সুমন, সমাজসেবক শওকত আলী লাভলুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নয়া শতাব্দী/এফআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ