ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বর্ষার পানিতে কবর থেকে ভেসে উঠেছে মরদেহ

প্রকাশনার সময়: ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৫:৫৬

সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নে বর্ষার পানিতে কবর থেকে ভেসে উঠেছে কয়েক দিন আগে দাফনকৃত একটি মরদেহ।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়নের বহেরা পোস্ট অফিসের পেছনে আমানউল্লাহ ফাউন্ডেশনের অভ্যন্তরে এ মরদেহ ভেসে ওঠার ঘটনা ঘটে। এসময় কবর থেকে ভেসে ওঠা মরদেহটি সাদা কাফনের কাপড়ে মোড়ানো ছিল।

স্থানীয়রা জানান, গত কয়েক দিন আগে বহেরা গ্রামের মৃত আমানউল্লাহ হাজীর ছেলে রফিকুল ইসলাম (৫৫) এর মৃত্যু হলে তাকে আমাউল্লাহ ফাউন্ডেশনের অভ্যন্তরে দাফন করা হয়। তবে গত কয়েকদিনের টানা বৃষ্টির ফলে কবরের ভেতরে পানি জমে যাওয়ায় হঠাৎ মরদেহটি ভেসে উঠতে দেখা যায়। এসময় মরদেহের গন্ধে সেখানকার বাতাস ভারী হয়ে ওঠে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান আসাদুল হক বলেন, তাৎক্ষণিক কবর থেকে মরদেহ ভেসে ওঠার খবরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এসময় মরদেহটি একনজর দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষ কবরস্থানে ভীড় জমাতে থাকে। তবে মৃতের স্বজনরা বাইরে থাকায় স্থানীয়রা ফের মরদেহটি মাটিচাপা (কবর) দিয়েছেন।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ