ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অদৃশ্য কারণে পর্যটক শুন্য নিকলী

প্রকাশনার সময়: ১২ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩৬

কিশোরগঞ্জের নিকলী উপজেলার বিস্তৃর্ণ হাওরে প্রতিবছর অনেক পর্যটকের সমাগম থাকলেও এবছর কোন এক অদৃশ্য কারণে পর্যটক শুন্য হয়ে পড়েছে এই হাওর এলাকা। কাঙ্খিত পর্যটক না আসায় পর্যটকদের ঘিরে গড়ে উঠা আবসিক হোটেল, রিসোর্ট, ট্রলার ও খাবার হোটেলে মন্দাভাব দেখা দিয়েছে। ফলে এসব প্রতিষ্ঠানে কর্মরত মানুষজন অনিশ্চিত ভবিষ্যতের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বলে মনে করেন এলাকাবাসী।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, নিকলী বেড়িবাঁধের পাড়ে শতশত ট্রলারের মালিকগণ অলস সময় কাটাচ্ছে। হোটেল মালিক খাবার রান্না করেও খদ্দের পাচ্ছেনা। রিসোর্টগুলোও প্রায় শূন্য। পর্যটকের আগমনের অপেক্ষায় সারাদিন পার করেও পর্যটকের নাগাল পাচ্ছেন না তারা।

অথচ গত কয়েকবছর আগেও এ মৌসুমে নিকলী পর্যটকের আগমনে মুখরিত থাকতো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিকলীর হাওরে এ মৌসুমে দলবেঁধে পর্যটকরা আসতো। ট্রলার নিয়ে ঘুরাঘুরি করতো। নিকলীর ছাতির চরের করস বাগানে ছবি তুলতো। হাওরের পানিতে জলকেলি করতো। গানের তালে তালে হাওরের সৌন্দর্য উপভোগ করতো। এ বছর পর্যটক শুন্যতার কারণে এলাকার নানানজনের নানা মত রয়েছে। কেউ বলছে হাওরে বিশাল জলরাশিতে পড়ে পর্যটকদের মৃত্যুতে অন্যান্য পর্যটকদের ভাবিয়ে তুলছে, আবার কেউ বলছে পদ্মাসেতু হওয়ায় অনেক পর্যটকরা সেখানে চলে যায়।

ট্রলার মাঝি নুর ইসলাম বলেন, এবার মানুষ আসে না। গতবছর মিঠামইন উপজেলা এলাকায় যেতে প্রশাসনের পক্ষ থেকে ভাড়া নির্ধারণ করে দিয়েছিলো ৭ হাজার টাকা। এখন সে ভাড়াও নিতে পারি না। মানুষ নাই। এখন ১৫০০ টাকায় যেতে হয়। তেল খরচ দিয়ে কোনরকমে বেঁচে আছি। এ অবস্থায় আমরা খুব কষ্টে সংসার চালাচ্ছি।

মোহরকোনা গ্রামের স্থানীয় হোটেল ব্যবসায়ী নুরুল ইসলাম সরদার বলেন, ব্যবসা খুবই শোচনীয়। পর্যটক না আসার একমাত্র কারণ এখানে বিশ্রাম করার মতো কোন ব্যবস্থা নেই। সরকার যদি ব্যবস্থা নিত তাহলে পর্যটকরা আগের মতো আসতো। বর্তমানে আমাদের দিনকাল খুবই খারাপ যাচ্ছে।

নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শাকিলা পারভিন বলেন, আমরা জেলা প্রশাসকের নির্দেশে নিকলী হাওরে পর্যটকদের সচেতনতা সৃষ্টির জন্য কাজ করেছি। পর্যটকদের জন্য ট্রলারে বাধ্যতামূলক লাইফজ্যাকেট রাখার নির্দেশনা দিয়েছি মাঝিদের। যাতে কোন ধরনের প্রাণহানির ঘটনা না ঘটে।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ