ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাঙামাটিতে তথ্য অধিকার আইন বিষয়ক কর্মশালা

প্রকাশনার সময়: ১২ সেপ্টেম্বর ২০২২, ১৫:৫০

রাঙামাটিতে কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে তথ্য অধিকার আইন বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে আশিকা কনভেশন হলে রাঙামাটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া এ কর্মশালার উদ্বোধন করেন।

‘দি এশিয়া ফাউন্ডেশন’ এর অর্থায়নে এবং ‘আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস’ এর বাস্তবায়নে ‘প্রমোটিং এনগেইজমেন্ট অব সিভিল সোসাইটি ইন গভর্নেন্স প্রসেস অব চিটাগাং হিলট্রাক্টস’ প্রকল্পের অধীনে এই প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমা, অ্যাডভোকেট কক্সি তালুকদার, প্রশিক্ষক মোস্তাফিজুর রহমান, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, তথ্য অধিকার আইন গোপনীয়তার সংস্কৃতির বিরুদ্ধে প্রতিবাদী উচ্চারণ। এর ধারা উপধারায় উচ্চারিত প্রতিটি বাক্য দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নিবেদিত।

নয়াশতাব্দী/এমএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ